December 6, 2019, 3:07 pm
শাহাদাত হোসেন সায়মনঃ আসন্ন গজারিয়ায় উপজেলা হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ আলেচনা সভা করেছেন উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হাজী আক্তার হোসেন।
শনিবার বিকেলে রঘুর চর বালুর মাঠে অনুষ্ঠিত এই সভায় বাদল মেম্বারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপ- নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হাজী আক্তার হোসেন, তোতা মেম্বার, লতিফ মেম্বার, গোলাপ বেপারী, আব্দুর রাজ্জাক মাষ্টার, হাজী মোহাম্মদ আলী মাতব্বর, মো: নাজমুল প্রধান প্রমুখ।
তার বক্তব্যে হাজী আক্তার হোসেন বলেন, গত ইউপি নির্বাচনে তিনি মাহবুবুল হক মজনুর পক্ষে কাজ করেছিলেন। সে নির্বাচনে মাহবুবুল হক মজনু বিপুল ভোটে নির্বাচিত হোন। সম্প্রতি তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়, এলাকাবাসীর অনুরোধের মাহবুবুল হক মজনুর স্বপ্ন বাস্তবায়ন ও অসমাপ্ত কাজ শেষ করতেই তিনি উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হতে পারলে তার কাজ হবে মাহবুবুল হক মজনুর অবশিষ্ট কাজ শেষ করা আর মাদক সন্ত্রাস মুক্ত এক আদর্শ ইউনিয়ন উপহার দেওয়া।
উল্লেখ, গত ২৮ অক্টোবর হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক মজনু মারা গেলে ইউনিয়নটির চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.