January 23, 2021, 2:59 pm
বিনোদন ডেস্ক : বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে অভিনেত্রী নওশীনের অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছেন পপ সংগীতশিল্পী মিলা। এ বিষয়ে মুখ খুলেছেন নওশীন নাহরিন মৌ। তিনি এই অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন।
একাধিক সাংবাদিকদের উত্তরে নওশীন বলেন, ‘মিলা আমাকে ভুল বুঝছে। আমাকে নিয়ে যা অভিযোগ হচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন, ভুল ও বানোয়াট। আমি এমন ভুল, ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানাচ্ছি।’
এরপর মিলা ফেসবুকে তার ভেরিফায়েড পেজে বৃহস্পতিবার এক ভিডিও প্রকাশ করেন। সেখানে এই প্রসঙ্গে বলেন, ‘একটা শব্দও মিথ্যা প্রমাণিত হওয়া মানেই তো আমার পুরো মামলাটাই তো মিথ্যা। তার মানে আমি সবই মিথ্যা বলি। এত বড় একটা কাজ কি আমি করবো? করার মেয়ে আমি? এত কষ্ট পাচ্ছি আমি। সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো ঘটনার মধ্যে আমি আর একটা মিথ্যা বলে বসবো না। আপনারা (সংবাদ মাধ্যম) যারা বক্তব্য দিচ্ছেন, নওশীন বলেছে মিলা মিথ্যা বলছে। এটাই বা আপনারা কীভাবে দিচ্ছেন? আপনাদের তো একবার আমার সাথে কথা বলা উচিত ছিলো।’
ভিডিও তিনি আরও বলেন, ‘আমি আরেকটা কথা বলতে চাই, নওশীন অস্বীকার যদি করে থাকে তাহলে গত এক সপ্তাহ ধরে এই মহিলার জন্য একজন পুলিশ কর্মকর্তা কেন আমাকে বার বার অনুরোধ করছে। আমি যেদিন প্রথম লাইভে আসলাম সেদিনের কথা বলি। নওশীন গিয়েছে থানায় আমার নামে অভিযোগ করতে, সেখানের এক পুলিশ কর্মকর্তা আমাকে ডেকেছে। তার সামনের চেয়ারে বসা তখন নওশীন। তিনি (পুলিশ কর্মকর্তা) আমাকে বার বার অনুরোধ করছেন আমি যাতে নওশীনের বিষয়টা ফাঁস না করি। আমি যাতে কাউকে না জানাই। আমি তখন তাকে বললাম “ভাইয়া, আপনি স্পিকারে দেন। আমি কথা বলি। আমি এই মহিলাকে কি ক্ষমা করবো?” তখন পুলিশ আমাকে বলেন, “নওশীন তো আপনার কাছে ক্ষমাপ্রার্থী। সে ক্ষমা চাচ্ছে। আপনাকে সরি বলছে।”’
Leave a Reply
You must be logged in to post a comment.