January 15, 2021, 9:43 pm
সোনারগাঁও খবরডটকমঃ “জয় হোক মানবতার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুর প্রতিষ্ঠিত হয়েছে একঝাঁক তরুণদের সংগঠন “পথশিশু অধিকার চাঁদপুর” একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
গতকাল ১৭ নভেম্বর চাঁদপুর শহরে বিভিন্ন স্থানে তারই ধারাবাহিকতায় সুবিধা বঞ্চিত মানুষের বস্রের প্রয়োজন মেটাতে, চাঁদপুর সেচ্ছাসেবী সামাজিক সংগঠন পথশিশু অধিকার চাঁদপুর এমন মহতী উদ্যোগ চাঁদপুর বিভিন্ন দেয়ালে ও বিভিন্ন স্থাপনের সামনে দেয়ালের একটি অংশে তৈরি করা হয়েছে মানবতার দেয়াল।
এসময়ে উপস্থিত ছিলেন সংগঠন সহ-সভাপতি রিয়াজ গাজী, সাধারণ সম্পাদক আশফাক শফিক,যুগ্ম সাধারণ সম্পাদক জয় আহমেদ,সহ- সাধারণ সম্পাদক মিরাজ,অর্থ সম্পাদক ডিএম মামুন এবং নারী বিষয়ক সম্পাদক লিমু।
সংগঠন সদস্যরা বলেন,এখন শীত নামবে তাই তাদের এই মহতী উদ্যোগ নিয়েছে যাতে সমাজের বিত্তবান ব্যাক্তিরা যাদের সাহায্য দেওয়ার সামর্থ্য থাকবে তারা তাদের পুরাতন ও নতুন পোশাক রাখবেন,আর যার প্রয়োজন হবে তারা এখান থেকে গ্রহন করবেন।
Leave a Reply
You must be logged in to post a comment.