January 15, 2021, 8:02 pm
সোনারগাঁও খবর ডটকমঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী মধ্যপাড়া জামে মসজিদের নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এ মসজিদ নির্মান কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য হাফিজুর রহমান খাঁন। ষোলআনী মধ্যপাড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক কামরুল হাসান বাদল দাতার অর্থায়নে আধুনিক মানের এ সমজিদটি নির্মান করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক, সমাজ সেবক হাজী আক্তার হোসেন, ইমামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান (সবুজ), বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, গজারিয়া উপজেলার সৈনিক লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রধান বাবু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুন্সী, বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জোবায়ের জাহাঙ্গীর, ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল ভুইয়া, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদ প্রধান, সাবেক ছাত্রলীগের নেতা নজরুল ইসলাম, মো. নাজমুল হক, হােসেন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মােঃ মাহাবুব হােসেন প্রমুখ।
পরে সকলের উপস্থিতিতে মসজিদ নির্মানের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ষোলআনী গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সালাম।
Leave a Reply
You must be logged in to post a comment.