January 16, 2021, 5:46 pm
সোনারগাঁও খবর ডটকম : ২৩ ডিসেম্বর দুপুর ২টায় নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু চত্বরে খাবার বিতরণ করা হয়।কবিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি বাপ্পি সাহা, সাধারন সম্পাদক মাসুদ রানা লাল ও নারায়ণগঞ্জ ৯৯ এর এডমিন কাজী সবুজ ও সোহেল রানা,সদস্য বাদল, মাসুদ রানা সাগর ও আলোকিত কাশিপুর সংগঠনের সম্মানিত এডমিন শহিদুল ইসলাম
এর তত্বাবধানে অনান্যদের মধ্যে কবিয়াল ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন কবি জালাল উদ্দিন নলুয়া, কবি দীপক ভৌমিক,সংগঠক জাহানারা বেগম,কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু,সহ সভাপতি কবি মাসুদ রানা,কবি আবুল কালাম আজাদ,সাংবাদিক শাহাদাৎ হোসেন ভূইয়া,সাংবাদিক আলী হোসেন,সাংবাদিক আসলাম মিয়া, কবি আসমাউল হুসনা, কাজল আক্তার,শফুরা বেগম,পারভিন আক্তার,কবি জুয়েল রানা,কবি এম ডি সোহেল,রিয়া খান, খজিদা আক্তার ভাবনা,মাহফুজা আক্তার সহ প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.