January 16, 2021, 2:39 pm
শাহাদাত হোসেন সায়মন গজারিয়াঃ গজারিয়ায় উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ০৮ ওয়ার্ডে গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, ইউপি চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।এ সময় তিনি আরো জানান, তীব্র শীতের প্রকোপে সমাজের গরীব ও দুস্থ মানুষেরা অসহনীয় ভাবে জীবন ধারন করছে। এ প্রেক্ষিতে সদর ইউপির ০৮ ওয়ার্ডের গরীব ও দুস্থদের মাঝে ১০০শ কম্বল বিতরণ করি।
শীতার্থদের মাঝে কম্বল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য ও গজারিয়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রধান, মোঃ খোকন প্রধান (সমাজ সেবক) ও এসময় আরোও এলাকায় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.