January 16, 2021, 6:58 pm
মিলন মোল্লাঃ গজারিয়ায় উপজেলা ১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী করেছে উপজেলা আওয়ামী লীগ। রবিবার সকাল ১১টায় গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহসিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী ফোরামের সভাপতি খাদিজা আক্তার আঁখি, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহ্ আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু ও টেঙ্গারচর ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন দেওয়ান, যুবলীগ নেতা আবুল বাশার, সাবেক জেলা ছাত্রলীগের নেতা আজিজুল হক পার্থ,উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগের নেত্রীবৃন্দুরা। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতির সকল শহীদদের জন্য দোয়া কামনা করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.