February 27, 2021, 3:15 am
শাহাদাত হোসেন সায়মনঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগাচর ইউনিয়নের সুনামধন্য ও প্রাণের বিদ্যাপীঠ ” ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়”এর ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে বন্ধু সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন সেভেন হ্যাভেন রেস্টুরেন্টে অত্র বিদ্যালয়ে ২০০৪ সাল ব্যাচের সহপাঠীদের আয়োজনে এ বন্ধু সভা অনুষ্ঠিত হয়।
সুবর্ণ জয়ন্তী উদযাপন সফল করতে ও রেজিস্ট্রেশন ফরম পূরণ সহ নানা বিষয়ে সভায় বক্তব্য দেন, অত্র বিদ্যালয়ে ২০০৪ সাল ব্যাচের শিক্ষার্থী কামরুল ইসলাম, সোলাইমান হোসেন সুজন,মিজানুর রহমান বুলবুল,মোঃ শওকত আলী,শরিফুল ইসলাম রাজিব,আলামিন, শাকিল রানা, নিরব হোসাইন, হাবিবুর রহমান, করিম মোল্লা,মুসান্না,রুবেল মিয়া, আবুল কালাম,আবু ইউসুফ খন্দকার সজীব, সোহেল রানা,শরিফ মিয়া,শাহ আলম, সোহেল খন্দকার, রাসেল মিয়া, হোসেন মিয়া, নাজমুল হোসেন, জুয়েল রানা, শহীদ, হাসিবুল হোসেন মাসুদ, রাসেল প্রধান, আমেনা আক্তার সাথী, মিতু আক্তার, সুমি আক্তারপ্রমুখ।
শাহাদাত হোসেন বলেন, ২০০৪ ব্যাচের সবাই আমরা এক,আমাদের ব্যাচের মধ্যে কোন ভেদাভেদ নেই।তিনি সবাইকে যথা সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরুধ জানান।
এসময় মিজানুর রহমান বুলবুল বলেন, প্রিয় বন্ধুও বান্ধবীদের সাথে আজকের দিনটা অনেক ভালো ভাবে কাটলো, এমন দিন কাটবে আরো সকলের ভালোবাসায় ইনশাআল্লাহ। প্রাণের ভাটের চর দে.এ. মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উদযাপন সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে ২০০৪এর ব্যাচের আজকের প্রস্তুতি আলোচনা সভা সফল ভাবেই সম্পন্ন হয়েছে। আশা করি রেজিষ্ট্রেশন করার মাধ্যমে আবার সবাই একত্রিত হবো প্রাণের বিদ্যালয়ের আঙিনায় পরম শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক, সম্মানিত বড় ভাইবোন, স্নেহের ছোটদের সাথে। তাই আসুন যারা এখনো রেজিষ্ট্রেশন করেন নাই শীগ্রই রেজিষ্ট্রেশন করুন এমন মিলন মেলা থেকে নিজেকে বঞ্চিত করবেন না।
Leave a Reply
You must be logged in to post a comment.