February 27, 2021, 4:30 am
সোনারগাঁও খবরডটকমঃ মাননীয় প্রধানমন্ত্রীর কতৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের বিষয় উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ঃ৩০টায়। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্হানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইমাম রাজী টুলু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি,গজারিয়া থানা ওসি(অপারেশন) মুক্তার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাইজুল ইসলাম,গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরেফিন সহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ,গজারিয়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রকল্পের মূল লক্ষ্য ক্ষুধামুক্ত,দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণপর জন্য দেশের সকল ভূমিহীন ও গৃহহীনের পুনর্বাসন। ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র পরিবার ও যার সর্বোচ্চ ১০ শতাংশ জমির সংস্হান আছে ঘর নেই এ কর্মসূচির আওতাভুক্ত হবেন।
উপজেলায় ১ম পর্যায়ে ১৫০ টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। পর্যায়ক্রমে ৩৯৩ টি ঘর পাবে।উপজেলায় ০৮টি ইউনিয়নের মধ্যে গজারিয়া ইউনিয়ন ১৬টি,হোসেন্দী ইউনিয়ন ১৬টি,ভবেরচর ইউনিয়ন ২৪টি,বাউশিয়া ইউনিয়ন ২১টি,ইমামপুর ইউনিয়ন ১৯টি, গুয়াগাছিয়া ইউনিয়ন ১৯টি, বালুয়াকান্দি ইউনিয়ন ২১টি,টেংগারচর ইউনিয়নে ১৪টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। যার বেশিরভাগ নির্মাণ কাজ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.