February 27, 2021, 3:09 am
মাদক মুক্ত সমাজ গড়ি,যুবকদের নিয়ে খেলাগাড়ি” এই শ্লোগানকে সামনে রেখে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে চরবাউশিয়া পশ্চিম কান্দি যুব সমাজ উদ্যোগে মুজিব শতবর্ষতে অর্ধশত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এক আনন্দঘন পরিবেশে মাঘের হাড়কাপানো শীতকে উপেক্ষা করে দর্শক এবং ক্রীড়ামোদিদের এক মিলন মেলায় পরিনত হয়। এই সময় অনুষ্ঠানে মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাস এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে খেলায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সোমবার রাতে পশ্চিম কান্দি আদর্শ কিন্ডার গার্ডেনের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে বাউশিয়া ইউপি সদস্য আল মামুন মেম্বারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, বিষেশ অতিথি উপস্থিত ছিলেন, গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রইছ উদ্দিন। মোঃ কবির সরকার সিনিয়র সহকারী শিক্ষক সঞ্চালনায় করেন। খেলাটি পরিচালানা করেন মোঃ বশির আহমেদ সরকার ও রকিব হোসেন।
Leave a Reply
You must be logged in to post a comment.