April 17, 2021, 4:47 am
সোনারগাঁও খবর ডটকম : যথাযর্থ মর্যাদায় নারায়ণগঞ্জেরসোনারগাঁওয়ে ২১ ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
২১শের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদের ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুন্না, সোনারগাঁও থানার ওসি তদন্ত তবিদ রহমান।
এরপর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানান, সাবেক এমপি কায়সার হাসনাত, নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাস, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাংবাদিক সংগঠনসহ অন্যান্য নেতাকর্মীরা।
দ্বিতীয় প্রহর সকালে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও)আসনের সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি,বিএনপি,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, , জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্থরের জনসাধারণ সকালে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.