April 17, 2021, 4:36 am
শাহাদাত হোসেন সায়মনঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গাচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী টেঙ্গাচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন দেওয়ান।
জানা যায় আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনেক প্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাঁপ। এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বোরহান উদ্দিন দেওয়ান ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন নৌকার প্রচারণা।
বোরহান উদ্দিন দেওয়ান প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ানের ছোট ভাই ও টেঙ্গাচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ইউনিয়নের বরইকান্দি গ্রামের বাসিন্দা। ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মনে প্রাণে ধারণ করেন বোরহান উদ্দিন। আওয়ামী লীগের রাজনীতিকে ওতপ্রোতভাবে জড়িত থাকার পাশাপাশি জনগণের সেবায় নিয়োজিত থাকার জন্য সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ তিনি।
দলীয় মনোনয়নের ব্যাপারে বোরহান উদ্দিন দেওয়ান বলেন, করোনাকালীন সময় থেকে আমি নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে কর্মহীন হয়ে পড়া অনেক অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া বিভিন্ন সময়ে আমার সাধ্যমত সহযোগিতা করে থাকি। আমি সব সময় দরিদ্র মানুষের পাশে থেকেছি। অসহায় দরিদ্র জনগণের পাশে থাকা আমার অভ্যাসে পরিণত হয়েছে। বলতে পারেন এটা আমার নেশা। এলাকার জনগণ আমাকে নির্বাচন করতে উৎসাহ দিচ্ছেন।
ইউনিয়নের বিভিন্নস্তরের মানুষ টেঙ্গারচর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চায় , সেইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে জননেত্রী শেখ হাসিনার দোয়া ও আশীর্বাদে সহযোগী হতে চাই। দল আমাকে নৌকা প্রতীক দিলে অবশ্যই নির্বাচন করবো এবং ইনশাআল্লাহ বিজয়ী হবো।
টেঙ্গারচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন বোরহান উদ্দিন দেওয়ান।
Leave a Reply
You must be logged in to post a comment.