January 27, 2021, 11:27 pm
শাহাদাত হোসেন সায়মনঃ নারায়ণগঞ্জ সোনার গাঁয়ের কৃতি সন্তান আমির হোসেন আপন,বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য-নির্বাহী পরিষদ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।তিঁনি মহানগড় ল’ কলেজ থেকে এলএলবি পাস করেছেন।তিঁনি ল’ পড়ার সময় থেকেই কলেজ ছাত্র রাজনীতে প্রবেশ করেন।এ সময় তিঁনি কলেজ কমিটির যুন্ম-সাধারণ সম্পাদক ছিলেন,পরে তাঁর নেতৃত্বের দক্ষতায় ঢাকা মহানগড় দক্ষিণের কমিটিরও যুন্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ছিলেন।রাজনৈতিক আদর্শ,সততা ও দক্ষতার পুরস্কার হিসেবে কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদ তাঁকে এ পদে স্থলাভিসিক্ত করেছেন।আমির হোসেন আপন ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন,তিঁনি চৌধুরী গাও সরকারী প্রাথমিক বিদ্যালয়,তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় ও সোনার গাঁও ডিগ্রী কলেজে পড়া কালীন সময়েই সবগুলো প্রতিষ্ঠানে মেধা তালিকায় প্রথমস্থানের অধিকারী ছিলেন!তিঁনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএস ও এমবিএস পাস করেন এবং মহানগড় ল’ কলেজ থেকে কলেজ মেধা তালিকায় প্রথমস্থান অধিকার করে এলএলবি পাস করেন।এছাড়াও তিঁনি ২০১৭ সালে গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের রাজস্ব বোর্ডের অধীনে আয়কর আইনজীবী’র(আই.টি.পি) সনদও কৃতিত্বের সহিত অর্জন করেন।তিঁনি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সভাপতি এ্যাড.শহীদুল ইসলাম টিটু,সাধারণ সম্পাদক এ্যাড.জিয়াউল হক চৌধুরী বাবু এবং যুন্ম-সাধারণ সম্পাকদ এ্যাড.রবিউল আলম জুয়েল ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।তিঁনি বঙ্গবন্ধু’র আদর্শের সোনার বাংলা গড়ার জন্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে আরো বেগমান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।তিঁনি ব্যক্তি ও সামাজিক জীবনের মত রাজনৈতিক জীবনেও বঞ্চিত মানুষের অধিকার আদায় করার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেন।এ জন্য তিঁনি সবার কাছে দোয়া,ভালবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.